সাংসদ পদ খারিজের পর ফের নয়া অস্বস্তিতে রাহুল গান্ধী। এবার পাটনার (Patna) এক আদালতে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে হাজিরার নির্দেশ। ১২ এপ্রিল তাঁর হাজিরার দিন ধার্য হয়েছে। ‘মোদী পদবী’ নিয়ে মন্তব্যের জেরেই তাঁকে বিহারের বিশেষ আদালতের এই তলব বলেই খবর। রাহুলের বিরুদ্ধে পাটনা আদালতে মামলা করেন বিজেপি নেতা সুশীলকুমার মোদী। ইতিমধ্যেই এই মামলায় সুশীল মোদী, বাঁকিপুরের প্রাক্তন বিধায়ক-মন্ত্রী নীতিন নবীন-সহ আরও কিছুজনের বক্তব্য রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, 'মোদী' মন্তব্যের পর আদালতের নির্দেশে সাংসদ পদ খুইয়েছেন রাহুল গান্ধী। তারপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে তৃণমূল সহ বিভিন্ন বিরোধী দল একজোটের বার্তা দিয়েছে। তবে আদালতের নতুন নির্দেশের পর কোন পথে এগোয় কংগ্রেস, সেটাই এখন দেখার।
আরও পড়ুন- Indore Temple Accident: ইন্দোরকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৫, এখনও নিখোঁজ এক পুণ্যার্থী, চলছে উদ্ধারকাজ