আজ, মঙ্গলবার খন্ডগ্রাস সূর্যগ্রহণ (Solar Eclipse) । আন্দামান নিকোবার এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশ ছাড়া দেশের প্রায় সব প্রান্ত থেকেই সূর্যগ্রহণ দেখা যাবে । ‘অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া’-র তরফে জানানো হয়েছে, ভারতের উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে খুব স্পষ্ট গ্রহণ দেখা যাবে। দুপুরের পর থেকে গ্রহণ (Solar Eclipse) শুরু হবে । সূর্য অস্ত যাওয়া পর্যন্ত গ্রহণ দেখতে পাবেন মানুষ । কিন্তু,সিত্রাংয়ের প্রভাবে কলকাতাবাসীদের (Kolkata) কপালে সেই সুযোগ খুব ক্ষীণ ।
খণ্ডগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যের কিছুটা অংশ ঢেকে দেবে । সূর্যগ্রহণ চলবে প্রায় ৪ ঘণ্টা । ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হবে দুপুর ২টো ২৯ মিনিটে । শেষ হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ।
কলকাতায় গ্রহণ শুরু হবে বিকেল ৪টা ৫২ মিনিটে । সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪ মিনিটে । এই সময়ের মধ্যে সূর্যগ্রহণ দেখা যাবে । অবশ্য যদি, আকাশে মেঘ না থাকে । অন্যদিকে, দিল্লিতে ১ ঘণ্টা ১৩ মিনিট এবং মুম্বইয়ে ১ ঘণ্টা ১৯ মিনিট গ্রহণ দেখা যাবে । ভারত ছাড়াও ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে সূর্যগ্রহণ দেখা যাবে । মঙ্গলবারের পর ২০২৭ সালের ২ অগস্ট খন্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ।