কালীপুজোর সকালে উত্তরাখণ্ডে বড়সড় দুর্ঘটনা। দেবভূমের নির্মীয়মান সুড়ঙ্গে ধস নামল। উত্তরকাশীতে সেই ধ্বংসস্তূপের মধ্যে আটকে কমপক্ষে ৪০ জন শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। তবে এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
দর্শনার্থীরা যাতে সারা বছরই চারধামে যেতে পারেন, তাই সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। এই রাস্তা তৈরি হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম যাওয়ার পথ অন্তত ২৬ কিলোমিটার কমে যাবে। সেই প্রকল্পের অধীনেই উত্তরাখণ্ডের এই সুড়ঙ্গ। রবিবার ভোর চারটে নাগাদ আচমকাই উত্তরকাশীর সুড়ঙ্গের একাংশ ধসে যায়। তবে দুর্ঘটনার কারণ কী, তা নিয়ে ধোঁয়াশা আছে।
উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী ঘটনাস্থলে পৌঁছে যান। শুরু হয় উদ্ধারকাজ। আটকে পড়া শ্রমিকদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টাও করা হচ্ছে।