সংসদে রং বোমা হামলার ঘটনায় একের পর এক তথ্য উঠে আসছে পুলিশের কাছে । জানা গিয়েছে, একাধিক প্ল্যান ছক কষে রেখেছিলেন অভিযুক্তরা । তারই মধ্যে একটি হল গায়ে আগুন দেওয়ার পরিকল্পনা । জেরায় অন্যতম অভিযুক্ত সাগর শর্মা জানিয়েছেন, গায়ে আগুন দেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেই রেখেছিলেন তাঁরা ।
হিন্দুস্তান টাইমের প্রকাশিত খবর অনুযায়ী, সাগর পুলিশের কাছে দাবি করেছেন, গায়ে আগুন দেওয়ার প্ল্যান ছিল । তবে, সত্যিকারের নয়, অর্থাৎ, অগ্নিপ্রতিরোধক ‘জেল’ লাগিয়ে গায়ে আগুন দেওয়ার পরিকল্পনা ছিল । কিন্তু, শেষপর্যন্ত পরিকল্পনা মতো কাজ হয়নি । সরকারের কাছে যাতে একটা জোরালো বার্তা যায়, সেকারণেই গায়ে আগুন দেওয়ার প্ল্যান করেছিলেন তাঁরা । এমনই মনে করছেন তদন্তকারী অফিসাররা ।
বুধবার লোকসভার অন্দরে রং-বোমা নিয়ে দুই যুবকের ঢুকে পড়ার ঘটনা এখন জাতীয় রাজনীতির আলোচ্য বিষয়। তারমধ্যে এই ঘটনার তদন্তে নেমে রোজই নতুন তথ্য উদ্ধার করছে দিল্লি পুলিশ।