লোকসভায় রং বোমা কাণ্ডে বড় পদক্ষেপ দিল্লি পুলিশের UAPA ধারায় মামলা নথিভুক্ত করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। জোরকদমে তদন্ত চলছে।
বৃহস্পতিবার থেকেই সংসদের নিরাপত্তায় আমূল পরিবর্তন এসেছে। সংসদে ঢোকার আগে বডি স্ক্যানারের মধ্যে দিয়ে আসতে হবে। যেখানে কাউকে বাদ দেওয়া যাবে না। মূল গেট দিয়ে ঢুকতে পারবেন সাংসদরা। বাকিদের জন্য অন্য রাস্তা বলা হবে।
২২ বছর আগের সংসদে জঙ্গি হামলার স্মৃতি ফের ফিরে এল বুধবার। এদিন সকালে লোকসভার গ্যালারি থেকে চেম্বারের ভিতরে ঝাঁপিয়ে পড়েন দুই যুবক। তাঁরা রং বোমা ছুড়তে থাকেন বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।