'উদ্বাস্তু' । বছরের পর বছর ধরে এমন শব্দই জুড়ে আছে তাঁদের সঙ্গে । কিন্তু, এবার থেকে তাঁদের বলা হবে ভারতীয় নাগরিক । ১১ মার্চ,দেশজুড়ে সিএএ কার্যকর হতেই উৎসবে মেতে উঠল দিল্লির 'মজনু কা টিল্লা' । পাকিস্তান থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের বসবাস সেখানেই । নাচে-গানে, আবির মেখে সেলিব্রেশন করলেন তাঁরা ।
দিল্লিতে পাকিস্তানি হিন্দু উদ্বাস্তু সম্প্রদায়ের নেতা ধরমবীর সোলাঙ্কি সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, তাঁদের সম্প্রদায়ের প্রায় ৫০০ জন এখন ভারতের নাগরিকত্ব পাবেন । তিনি বলেন, 'আমি এবং আমার পরিবার এক দশকেরও বেশি সময় ধরে এই সময়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে আমাদের ভারতীয় নাগরিক বলা হবে। আমরা সবাই এতে খুব খুশি।'
তিনি আরও বলেন, 'ভাগ্যিস ২০১৩ সালে আমি স্বদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। মনে হচ্ছে আমাদের কাঁধ থেকে একটা বিশাল বোঝা তুলে নেওয়া হয়েছে। এই আইনটি কার্যকর করায়, এখানে বসবাসকারী প্রায় ৫০০ পাকিস্তানি হিন্দু উদ্বাস্তু পরিবার নাগরিকত্ব পাবে।'
২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যে সমস্ত শরণার্থীরা ভারতে এসেছেন তাঁদের দেওয়া হবে নাগরিকত্ব। cAA আইনে এমনই বলা হয়েছে । আইন অনুসারে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশের সংখ্যালঘু নাগরিকরা চাইলে, ভারতের নাগরিকত্ব পাবেন। কিন্তু নেপাল, মায়ানমার এবং ভুটানের সংখ্যালঘু নাগরিকদের ক্ষেত্রে কার্যকর হবে না নাগরিকত্ব সংশোধনী আইন।