কলকাতার এক যুবককে বিয়ে করতে পাকিস্তান থেকে এলেন এক যুবতি। তাঁর নাম জাভেরিয়া খানুম। মঙ্গলবার পঞ্জাবের আর্টারি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ওই যুবতি ভারতে ঢোকেন। আগামী বছরের জানুয়ারি মাসে তাঁদের বিয়ে হবে। এদেশে তাঁকে গ্রহণ করতে সীমান্তে ঢোল নিয়ে উপস্থিত ছিলেন হবু স্বামী সামির খান। পাকিস্তানের করাচিতে বাড়ি জাভেরিয়ার।
২০১৮ সালে মায়ের ফোনে জাভেরিয়ার ছবি দেখেন সামির। আর দেখা মাত্রই লাভ অ্য়াট ফার্স্ট সাইট। তখন থেকেই শুরু প্রেম। এর আগে দুবার ভিসা আবেদন করেছিলেন জাভেরিয়া। কিন্তু তা মঞ্জুর হয়নি। তবে এবার ৪৫ দিনের ভিসা মঞ্জুর হওয়ায় একেবারে বিয়ে সেরে পাকিস্তানে ফিরবেন।
মঙ্গলবার ভারতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাভেরিয়া জানান, প্রিয় মানুষকে কাছে পেয়ে খুবই আনন্দিত তিনি। বাড়ির প্রত্যেকেই খুবই খুশি। প্রায় ৫ বছর পর তিনি ভিসা পেয়েছেন বলে জানিয়েছেন।
সামির জানিয়েছেন,পড়াশোনার জন্য জার্মানিতে থাকতেন তিনি। ২০১৮ সালে সেখান থেকে বাড়ি এসেছিলেন। সেসময় মায়ের ফোনে জাভেরিয়ার ছবি দেখে প্রেমে পড়েন। তখন থেকেই সম্পর্ক শুরু।
একই সঙ্গে ভিসা মঞ্জুর করার জন্য ভারত সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।