ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করল পাকিস্তান এবং আফগানিস্তান। এমনকী, ভারতের পাশে থাকারও আশ্বাস দিয়েছে তালিবানরা। এছাড়াও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের বিদেশমন্ত্রী একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে তিনি বলেছেন, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বহু। মৃতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। অন্যদিকে তালিবানদের বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশ করা বিবৃতিতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তরফেও শোকপ্রকাশ করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল বর্তমানে ভারত সফরে রয়েছেন। তিনিও দুর্ঘটনার খবর পেয়ে শোকাহত।
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছেন। তিনিও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।