দুনিয়ার সবচেয়ে দূষিত ১০০ টি শহরের মধ্যে ৬৪ টিই ভারতের, ভয়াবহ তথ্য সামনে আনল সুইস সংস্থার 'ওয়র্ল্ড এয়ার কোয়ালিটি' রিপোর্ট।
সারা পৃথিবীর ১৩১ টি দেশের ৭,৩০০ শহরের বাতাসে ভাসমান ধূলিকণা নিয়ে এক সমীক্ষা চালানো হয়েছিল। সে তালিকার সবচেয়ে ওপরে পাকিস্থানের লাহোরের নাম। চতুর্থ স্থানে দিল্লি, তার আগে অবশ্য রয়েছে রাজস্থানের ভিওয়াড়ি। রাজধানীর দূষণের মাত্রা ৯২.৬।
Partha Chatterjee-Arpita Mukherjee: ইশারায় বার্তা বিনিময়, চোখে চোখে কথা হল পার্থ-অর্পিতার
তালিকায় প্রথম দশে আরও চারটি ভারতের শহর রয়েছে। রিপোর্টের দাবি ভারতের দূষণের কারণে অতিরিক্ত ১৫০ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়। বাতাসে ভাসমান ধূলিকণা ছাড়াও দূষণের বড় কারণ, নানা ভারী শিল্প, বায়োমাস জ্বালানো, ইত্যাদি।
তবে ২০২১-এর সমীক্ষায় সবচেয়ে দূষিত দেশের তালিকায় ভারত ছিল ৫ নম্বরে, এবার ন'নম্বরে রয়েছে আমাদের দেশ। দুশনের মাত্রা আগের চেয়ে কমলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার ১০ গুণ বেশি তা।