প্রধানমন্ত্রীর খোঁচার পরেও বেঙ্গালুরুর প্রাইভেট হোটেলে ২৬টি বিরোধী দলের বৈঠক। সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদের জন্য কংগ্রেস লালায়িত নন। বৈঠকে আছেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদব, নীতীশ কুমার, শরদ পাওয়ারের মতো নেতারা।
লোকসভা নির্বাচনে বিরোধী জোটের মুখ কে হবেন, তা নিয়ে অনেক দিন ধরেই মতানৈক্য চলছে। খোঁচা দিয়েছেন শাসক। এদিন বৈঠকের মুখ মমতা ও সনিয়াই। পটনার বৈঠকে অনেক বিষয়ে সহমত হতে পারেনি দলগুলি। এবার লোকসভা নির্বাচনের আগে পরবর্তী কর্মসূচি তৈরি করতে পারে দলগুলি।
আরও পড়ুন: মোদীকে জবাব মমতা, বিরোধীদের একজোটে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী
লোকসভা নির্বাচনে লড়াইয়ের রূপরেখা তৈরি করতে কী করা যায়, বৈঠকে তা নিয়েই আলোচনা করা হবে। দুই থেকে তিনটি ছোট কমিটি তৈরি করে নেবে বিরোধী জোট। নিয়মিত ২৬ দলের শীর্ষনেতাদের বৈঠক করা সম্ভব নয়। সমন্বয় কমিটি এই কাজ করবে। সকলেই মেনে নিয়েছেন, এই বৈঠকেও সব বিষয় ফয়সালা হবে না। রাস্তা তৈরি করতেই এই বৈঠক বলে মনে করছেন রাজনৈতিক মহল।