Opposition Meeting : আজ বেঙ্গালুরু-তে বিরোধীদের মেগা বৈঠক, নজরে থাকবে NDA বৈঠকও

Updated : Jul 18, 2023 06:38
|
Editorji News Desk

লোকসভা নির্বাচনের আগে মোদী ( Narendra Modi ) -বিরোধিতার রণকৌশল স্থির করতে বেঙ্গালুরুতে দ্বিতীয়বার বৈঠকে বসছে বিরোধীরা (Opposition Meeting) । আজ ,সেই বহু প্রতীক্ষিত বৈঠকের দিন । সোমবার বিকেলেই একটি সৌজন্যমূলক বৈঠক হয়েছে বিরোধীদের । নৈশভোজও হয় । এদিন, মঙ্গলবার  তৃণমূল কংগ্রেস সহ ২৬টি দল যোগ বৈঠকে যোগ দেবে । অন্যদিকে, বেঙ্গালুরুতে বিরোধী নেতারা যখন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নির্ধারণে ব্যস্ত থাকবেন, তখন দিল্লিতে বৈঠক করবে এনডিএ । 

এদিন, তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোমবারই বেঙ্গালুরুতে পৌঁছেছেন তাঁরা । নৈশভোজে ছিলেন দু'জনে । সেখানে মমতা ও সনিয়াকে প্রায় দুই বছর পর একসঙ্গে দেখা গিয়েছে । বৈঠকে একেবারে সনিয়ার পাশের সিটই ছিল মমতার, যা বেশ তাৎপর্য্যপূর্ণ বলে মন করছে রাজনৈতিকমহল । এদিকে, সোমবারের বৈঠকে যোগ দেননি শরদ পাওয়ার । প্রথম দিনের বৈঠকে শরদ যোগ না দেওয়ায়, তৈরি হয়েছে জল্পনা । মঙ্গলের বৈঠকে তাঁকে তিনি উপস্থিত থাকবেন কি না, সেই বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে ।

আরও পড়ুন, Mamata meets Sonia : সনিয়ার পাশে মমতা, দুই বছর পর ফের একসঙ্গে দুই নেত্রী, বেঙ্গালুরুর নৈশভোজে অন্য ছবি
 

সাম্প্রতিক অতীতে, বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে । একাধিক বিরোধী বৈঠক হয়েছে । কিন্তু, তার একটাও ফলপ্রসূ হয়নি । এরই মধ্যে মঙ্গলে আরও একদফা বৈঠক। এক ছাতার তলায় আসার চেষ্টা মমতা-সনিয়া-কেজরী-অখিলেশ-ইয়েচুরিদের। শেষ পর্যন্ত কি দিশা মিলবে বিরোধী জোটের? নাকি অঙ্ক হবে আরও জটিল? স্থানীয় সমীকরণকে পাশ কাটিয়ে জাতীয় স্বার্থ কীভাবে বজায় রাখবে দলগুলি? 

নজর থাকবে অবশ্যই মমতা-সনিয়ার গতিবিধির দিকে। ব্যক্তিগত স্তরে উভয়েরই সম্পর্ক বেশ ভাল। কিন্তু রাজ্যে ফিরে কংগ্রেসকে ঠেস দিতে ছাড়েন না মমতা। অধীরও নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছেন মমতাকে। জাতীয় রাজনীতিতে কংগ্রেস ও তৃণমূলের বন্ধুত্বের পথে কাঁটা হয়ে রয়েছেন অধীর। এখন আর শুধু তিনি একাই নন, সম্প্রতি রাজধানী খাড়্গের সঙ্গে বৈঠকে তৃণমূল-বিরোধী অবস্থান স্পষ্ট করে দিয়েছেন উত্তর-পূর্বের কংগ্রেস নেতারাও। খাড়্গে-সনিয়া-রাহুলরা যতই চেষ্টা করছেন তৃণমূলকে কাছে টানতে, দলের অন্দরে কিন্তু ঘাসফুল বিরোধী সুর বেড়েই চলেছে। এখন দেখার মঙ্গলের বৈঠকে জোটের আকাশে কালো মেঘ কাটে কি না।

Opposition Meeting

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক