রাজপথে থাকবেন শুধু মহিলারাই। কুচকাওয়াজ থেকে ট্যাবলো, তাঁরাই সবকিছু করবেন। আগামী বছরের প্রজাতন্ত্র দিবসকে এই ভাবনাতেই সাজাতে চলেছে কেন্দ্র। এই ব্যাপারে ইতিমধ্যেই সেনা এবং দেশের প্রতিটি সংশ্লিষ্ট দফতরকে চিঠি পাঠিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। শুধু কুচকাওয়াজ বা ট্যাবলো নয়। ওই দিন রাজপথে যা পারফরম্যান্স, সবটাই করবেন মহিলারা। মূলত দেশের মহিলাদের আরও উৎসাহ দিতেই নরেন্দ্র মোদী সরকারের এই ভাবনা বলে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে।
তবে প্রতিরক্ষা মন্ত্রকের এই চিঠি পাওয়ার পর বেশ দ্বিধায় এখন সেনা বাহিনি। কারণ, যে সংখ্যক মহিলার প্রয়োজন, তা সেনার তিন বিভাগে নেই। বরং সেনার তিন বিভাগে এখনও পুরুষের সংখ্যাই বেশি। এমনকী, বেশ কিছু সরকারি মন্ত্রকেরও এই চিঠি দ্বিধা তৈরি করেছে বলে দাবি করা হয়েছে। কারণ, কর্তব্যরত ওত মহিলাকে কী ভাবে এই সময়ের মধ্যে একত্রিত করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সূত্রের দাবি, এই বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিরক্ষা সচিবের নেতৃত্বে একটি বৈঠকে আগামী বছরের প্রজাতন্ত্র দিবসের ভাবনা ঠিক হয়। ভারতীয় সেনার তিন বিভাগের পাশাপাশি ওই বৈঠকে হাজির ছিল শিক্ষা, স্বাস্থ্য, এমনকী স্বরাষ্ট্রমন্ত্রক। গত পয়লা মার্চ প্রতিটি মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে।