কোনও ভাবেই পিঁয়াজকে বিরাটের শতরান স্পর্শ করতে দেওয়া চলবে না। কারণ, পাঁচ রাজ্যের ভোটের আগে পিঁয়াজ যদি কোনও ভাবে সেঞ্চুরির গন্ডি পেরিয়ে যায়, তাতে বিজেপির চোখে জল আসতে পারে। এই আশঙ্কা থেকেই এবার পিঁয়াজের দামে হ্রাস টানার চিন্তা করছে কেন্দ্র।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে লোকসভার সেমিফাইনাল। তার আগে ৯০ নট আউট পিঁয়াজ। তাই আর বারাবারি করতে দিতে নারাজ কেন্দ্র। সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় কৃষি বিপণন সংস্থা নাফেদের সঙ্গে যুগ্মভাবে পিঁয়াজ বিক্রি করবে রাজ্যের খাদ্য দফতর। তাতে দাম ঠিক হয়েছে ২৫ টাকা। প্রতি গ্রাহক পাবেন দু কেজি করে পিঁয়াজ।
নাফেদ দেশের মোট ২১টি রাজ্যের ৩২৯টি স্টলে ২৫ টাকা কেজি দরে পিঁয়াজ বেচবে। এছাড়া পিঁয়াজ নিয়ে বাজারে আসছে আর এক কেন্দ্রীয় সংস্থা। দেশের ২০টি রাজ্যে পিঁয়াজ বিক্রি করবে ওই সংস্থা।