২২ জানুয়ারি, ২০২৪ । কী ভাবছেন ভুল সাল লিখলাম ? না না, গত বছরের কথাই বলছি । ঠিক আজকের দিনেই এক বছর আগে সাজো সাজো রব ছিল অযোধ্যায় । সরযূ নদীর তীরের ওই শহরটা সেজে উঠেছিল আলোয়, রশনাইতে । সাধারণ মানুষ থেকে তারকা... লাখো লাখো জনসমাগম হয়েছিল । উপলক্ষ্য ? রামমন্দিরের উদ্বোধন । হ্যাঁ আজই সেই ঐতিহাসিক দিন, যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় । মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই এক বছরে অযোধ্যায় কোটি কোটি তীর্থযাত্রী গিয়েছেন । বিভিন্ন রিপোর্ট বলছে, গত বছরের জানুয়ারি থেকে জুন মাসে ১১ কোটিরও বেশি মানুষের ভ্রমণের তালিকায় প্রথমেই ছিল অযোধ্যা, রামমন্দির । আজও এক বছরের বর্ষপূর্তিতে বহু ভক্তের সমাগম হয়েছে রামমন্দির চত্বরে । ফুলে ফুলে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ । তবে, বর্ষপূর্তির উদযাপন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ১১ জানুয়ারি । মন্দির চত্বরে একটি মহাকুম্ভের সেলফি জোনও করা হয়েছে । কুম্ভস্নান সেরে সেখানে ভক্তরা আসছেন, সেলফি তুলছেন । সোশ্যাল মিডিয়াতেও আজ ট্রেন্ড করছে রামমন্দির । চলুন আজকের দিনে জেনে নেওয়া যাক রাম মন্দির সম্পর্কে অজানা ১০ তথ্য ।
ভিও
ভারতের অন্যতম বড় মন্দির । মোট ৭০ একর জমি জুড়ে তৈরি হয়েছে রামমন্দির
মন্দিরে রয়েছে গর্ভগৃহ । সেখানেই প্রতিষ্ঠিত রামলালার মূর্তি
তিনতলার মন্দির
গর্ভগৃহের সামনে, মন্দিরে পাঁচটি মণ্ডপ
মন্দিরে মোট ৩৯২টি পিলার ও ৪৪টি গেট
রামমন্দির নির্মাণে ২৫৮৭টি জায়গা থেকে পবিত্র মাটি আনা হয়েছে
তার মধ্যে রয়েছে ঝাঁসি, বিথুরি, হলদিঘাটি, যমুনোত্রী, চিতোরগড় ইত্যাদি
রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য থাইল্যান্ড থেকে মাটি এসেছে
১৫০টি নদীর পবিত্র জল ব্যবহার করা হয়েছিল
রামমন্দির তৈরিতে লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি
রাজস্থানের গোলাপী বেলেপাথর দিয়ে তৈরি করা হয়েছে রামমন্দির
গর্ভগৃহে যে মূর্তি স্থাপন করা হয়েছে, সেটি তামার পাইপ দিয়ে যুক্ত
তামার পাইপ ব্যবহারের কারণে নাকি মূর্তিতে প্রতিনিয়ত শক্তির সঞ্চার হবে
গর্ভগৃহের ২০০০ ফুট নীচে এক গভীর রহস্য, অজানা কাহিনি রয়েছে
জানা গিয়েছে, ২০০০ ফুট নীচে একটি টাইম ক্যাপসুল রয়েছে
রাম এবং অযোধ্যা সম্পর্কে কিছু তথ্য খোদাই করা রয়েছে
মন্দিরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদান দেওয়া হয় প্রতি মাসে ১ কোটিরও বেশি
রামলালার মূর্তিতে বিষ্ণুর দশম অবতার খোদাই করা হয়েছে