কেরলের পর এবার কর্নাটকে কোভিডে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হল। এর পরেই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। যে কোনও পরিস্থিতিতে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া যায় তার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুক মান্ডব্য। রাজ্যগুলিকে পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, করোনার সংক্রমণ ঠেকাতে কেন্দ্র ও রাজ্য মিলিতভাবে কাজ করবে। প্রয়োজনে প্রতি তিনমাস অন্তর কোভিড পরিস্থিতি মোকাবিলায় মহড়া করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।
প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত সাত মাসে দেশে সর্বোচ্চ করোনা আক্রান্তের খোঁজ মিলেছে মঙ্গলবার। ওইদিন মোট ৬১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ ২১ মে এই সংখ্যায় পৌঁছেছিল করোনা সংক্রমণ।