হাথরসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা । হাসপাতালগুলির বাইরে যেন মৃত্যু মিছিল । আর এই মৃত্যুমিছিল দেখেই অসুস্থ হয়ে মৃত্যু হল হাসপাতালে কর্তব্যরত এক পুলিশকর্মীর । মৃতের নাম রবি কুমার । প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর।
হাথরসের হাসপাতালে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য রবি ও আরও এক পুলিশ কর্মীকে মর্গের সামনে মোতায়েন করা হয়েছিল । যত সময় এগিয়েছে, মৃতের সংখ্যা বেড়েছে । মর্গেও বাড়ছিল লাশের সংখ্যা । লাইন দিয়ে পড়ে সাদা কাপড়ে মোড়া নিথর দেহ । সেই লাশের ভিড়ে রয়েছে কারও বাবা, কারও মা, কারও আবার কোলের শিশুটা । চারপাশে শুধু স্বজন হারানো কান্না । এত মৃত্যু, এত হাহাকার দেখে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রবি । এমনটাই জানিয়েছেন আরেক পুলিশকর্মী ।
পুলিশকর্মীর কথায়, 'মর্গের সামনেই অস্থির ভাবে পায়চারি করছিল রবি । তখনও বোঝা যায়নি ওঁর মধ্যে কী চলছে । আচমকাই অসুস্থবোধ করতে শুরু করে ওঁ । তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় । কিন্তু অসুস্থ হওয়ার ২০ মিনিটের মধ্যেই মৃত্যু হয় রবির ।'
দীর্ঘ ১০ বছরের কর্মজীবন রবির । আর এই দীর্ঘ সময়ে অনেক মৃত্যু, অনেক রক্ত দেখতে হয়েছে তাঁকে, কিন্তু, এমন পরিস্থিতি হয়নি । রবির সহকর্মীরা মনে করছেন, হাথরসের এই দৃশ্য তাঁর উপর বড় প্রভাব ফেলে ।