ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
৭ নভেম্বর কী কী ঘটেছিল ? দেখে নেওয়া যাক...
ইতিহাসের পাতায় আজ, বিজ্ঞানী সিভি রমনের দিন । ১৮৮৮ সালের ৭ নভেম্বর তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে জন্মগ্রহণ করেন বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী এশিয়ার প্রথম বিজ্ঞানী স্যর চন্দ্রশেখর ভেঙ্কটরমন । ১৯২৮ সালে রমন এফেক্ট আবিষ্কার করেন । তাঁর এই আবিষ্কারের জন্য ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় । এই আবিষ্কারের জন্যই নোবেল পুরস্কার পেয়েছেন তিনি ।
৭ নভেম্বর পালিত হয় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস । ২০১৪ সালে শুরু । এই বিশেষ দিনটি ক্যান্সার সনাক্তকরণ, প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই পালন করা হয় । আগের থেকে চিকিৎসা করলে এই মারণ রোগও যে সারানো সম্ভব, সেই সচেতনতা বৃদ্ধি করাও উদ্দেশ্য এই বিশেষ দিনের ।
আজ অভিনেতা কমল হাসানের জন্মদিন । ১৯৫৪ সালে তামিলনাড়ুর পরমকুদিতে জন্মগ্রহণ করেন । তামিল চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা কমল হাসান । তবে, হিন্দি সিনেমাতেও চুটিয়ে কাজ করেছেন তিনি । এছাড়া তেলুগু, মালায়লম, কন্নড় এবং বাংলাতেও কাজ করেছেন ।
৭ নভেম্বরের ইতিহাস একনজরে
১৮৭৬ : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেন
১৮৬৭ : বিখ্যাত পদার্থবিদ এবং রসায়নবিদ মেরি কুরি জন্মগ্রহণ করেন
১৯৪৪ : ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট চতুর্থবারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিযুক্ত হন
১৯৯৬ : আমেরিকান মহাকাশ সংস্থা নাসা মার্স গ্লোবাল সার্ভেয়ার চালু করে
১৯৫৪ : দক্ষিণের সুপারস্টার কমল হাসানের জন্ম
১৯৩৬ : বিখ্যাত ভারতীয় কবি ও সাহিত্যিক চন্দ্রকান্ত দেওতালে জন্মগ্রহণ করেন
১৯৯৮ : মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ভারত ও পাকিস্তানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা করেন
১৯৬৮ : তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক পরীক্ষা চালায় ।
২০০৮ : কাশ্মীরের বিখ্যাত কবি রেহমান রাহিকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় ।