৬ ফেব্রুয়ারি ইতিহাসের পাতায় বাকি দিনগুলির মতোই গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামী খান আব্দুল গফফার খান। যিনি 'সীমান্ত গান্ধী' নামেও পরিচিত। ১৮৯০ সালের ৬ ফেব্রুয়ারি পেশোয়ারের উটমানজাইয়ের এক সমৃদ্ধ জমিদার পাসতুন পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
গান্ধীজির থেকে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন তিনি। ১৯২৯ সালে খুদাই খিদমতগার আন্দোলন শুরু করেন তিনি করেন। আন্দোলনের সাফল্যে ব্রিটিশরা কার্যত ভয় পেয়ে তাঁকে কারারুদ্ধ করেন। 'প্রান্তিক গান্ধী' ভারত ভাগের তীব্র বিরোধিতা করেছিলেন। তাঁর তৎকালীন অবস্থান বিবেচনা করে, তাঁকে ১৯৪৬ সালে পেশোয়ারে গৃহবন্দী করা হয়। ১৯৪৮ সালে, তিনি পাকিস্তানের প্রথম জাতীয় বিরোধী দল অর্থাৎ পাকিস্তান আজাদ পার্টি গঠন করেন। তিনিই প্রথম অ-ভারতীয় যিনি ভারতরত্ন পান।
আজকের দিনেই ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসেন। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি তিনি ব্রিটেনের সিংহাসন গ্রহণ করেছিলেন। তিনি রাজত্ব করেছিলেন ২০২২ সাল পর্যন্ত। তিনিই একমাত্র রানি যিনি প্রায় ৭০ বছর ব্রিটেনে রাজত্ব করেছিলেন।
আরও পড়ুন - কাশ্মীরের তুষারপাতের রিপোর্টিং দুই খুদের, দেখে আপ্লুত নেটিজেনরা, মুগ্ধ আনন্দ মহীন্দ্রাও
ইতিহাসের তৃতীয় অংশটি আরও গুরুত্বপূর্ণ। আজকের দিনেই চাঁদে গল্ফ খেলা হয়েছে। মহাকাশচারী অ্যালান শেফার্ড, যিনি NASA-র চাঁদ মিশন Apollo-14-এর অংশ ছিলেন, ১৯৭১ সালে ৬ ফেব্রুয়ারি তিনি চাঁদে গলফ খেলে মহাকাশ গবেষণার ইতিহাসে নিজের নাম নথিভুক্ত করেন।