আজকের ইতিহাস ভারতের সেই বীরদের সংগ্রামের সঙ্গে জড়িত, যাঁরা দেশের স্বাধীনতার জন্য নিজের প্রাণ বলিদান করেছেন । তাঁদের মধ্যে অন্যতম হলেন রানি দুর্গাবতী । ৫ অক্টোবর ১৫২৪ সালে, উত্তরপ্রদেশের বান্দায় চান্দেলা রাজবংশের শাসক কিরাত রায়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর স্বামী দলপত শাহের মৃত্যুর পর, তিনি তাঁর পাঁচ বছরের ছেলে বীর নারায়ণকে সিংহাসনে বসিয়ে গন্ডোয়ানা রাজ্যের শাসনভার গ্রহণ করেন । এ সময় তিনি সুলতান বাজ বাহাদুর ও আসাফ খানের মতো হামলাকারীদের যুদ্ধে পরাজিত করে তাঁর রাজ্য রক্ষা করেন । ১৫৬৪ সালে আসফ খান ফের হামলা করেন । এই সময়ে,রানি দুর্গাবতী গুরুতর আহত হন এবং মুঘলদের দ্বারা বন্দী হওয়ায় তিনি নিজেই নিজেকে ছুরি দিয়ে আঘাত করে মৃত্যুবরণ করেন ।
আপনি কি জানেন মোবাইল এবং কম্পিউটারের জগতে যিনি বিপ্লব ঘটনা, সেই স্টিভ জবস এই দিনে অর্থাৎ ২০১১ সালে ৫ অক্টোবর মারা যান । তিনি দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন। ভারতের সঙ্গেও স্টিভ জবসের বিশেষ সম্পর্ক ছিল। তিনি তাঁর জীবনের অনেক সমস্যার সমাধান করতে এবং অনেক প্রশ্নের উত্তর জানতে ১৯৭৪ সালে উত্তরাখণ্ডে বাবা নিম করোলির আশ্রম কাইঞ্চি ধামে পৌঁছেছিলেন । তবে সেখানে তিনি সেই বাবার দেখা পাননি । কারণ তার আগেই মৃত্যু হয়েছিল তাঁর ।
১৮৬৪ সালের ৫ অক্টোবর, একটি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে ব্যাপক ধ্বংসলীলা চালায় । ঘূর্ণিঝড়ের কারণে, কলকাতা শহরে বন্যা হয়েছিল এবং প্রায় ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন ।