ইতিহাসে ৪ অক্টোবর (On This Day in History 4th October) বিশ্বে 'আন্তর্জাতিক প্রাণী দিবস'বা বিশ্ব প্রাণী দিবস (World Animal Day) হিসেবে পালিত হচ্ছে। বিশ্বের প্রতিটি প্রান্তে প্রাণীদের অধিকার এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশে দিনটি পালন করা হয়েছে । এ বছর আন্তর্জাতিক প্রাণী দিবসের থিম 'বড় বা ছোট, আমরা তাদের সবাইকে ভালোবাসি'।
মহাকাশ বিজ্ঞানে একটি নতুন অধ্যায় তৈরির দিকে মানুষের প্রথম পদক্ষেপ ছিল আজকের দিনেই । ১৯৫৭ সালের ৪ অক্টোবর,রাশিয়ান স্পেস এজেন্সি দ্বারা বিশ্বের প্রথম মানুষের দ্বারা তৈরি মহাকাশ মিশন 'স্পুটনিক ১' মহাকাশে পাঠিয়েছিল। এই মহাকাশযানটির ওজন প্রায় ৮৪ কেজি এবং এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছিল । 'স্পুটনিক ১'-এর সাফল্যের পর, একই বছরের নভেম্বরে, রাশিয়ান মহাকাশ সংস্থা 'স্পুটনিক ২'মহাকাশে পাঠায় । তখন 'লাইকা' নামের কুকুরটিকেও মহাকাশে পাঠানো হয় ।
আচার্য রামচন্দ্র শুক্লা ১৮৮৪ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেন। আচার্য রামচন্দ্র শুক্লা হিন্দি সাহিত্যের ইতিহাস রচনা করেন। তিনি একজন সমালোচক, প্রাবন্ধিক এবং সাহিত্যিক ইতিহাসবিদ হিসেবে পরিচিত। হিন্দি, শব্দসাগর, চিন্তামণি ও নাগরী প্রচারিণী পত্রিকা তাঁর অন্যতম সাহিত্য সৃষ্টি বলে জানা গিয়েছে ।
১৫৩৫ : ইংরেজি ভাষায় প্রথম সম্পূর্ণ বাইবেল মুদ্রিত হয়েছিল এদিন । নেপথ্যে ছিলেন মাইলস কভারডেল ।
১৯৫৪ : বিয়ের প্রায় নয় মাস পর মানসিক নির্যাতনের কারণে মেরিলিন মনরো বিশ্বের সেরা বেসবল খেলোয়াড় জো ডিমাজিওকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
১৯৫৭ : সোভিয়েত ইউনিয়ন মহাকাশে প্রথম স্যাটেলাইট স্পুটনিক ওয়ান উৎক্ষেপণ করে। এখান থেকেই মহাকাশ বিজ্ঞান যুগের সূচনা হয় এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে একটি নতুন প্রতিযোগিতা শুরু হয়।
১৯৬৯ : চীন তার মূল ভূখণ্ডের পশ্চিমাঞ্চলে হাইড্রোজেন বোমা পরীক্ষা করার ঘোষণা করে । এর মাধ্যমে দেশটি তার প্রথম ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে।
১৯৭৭ : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজনৈতিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার ১৬ ঘন্টা পরে মুক্তি পান।