আমাদের চারপাশে রোজ কত কী ঘটে, তার কোনওটা শুধুই ঘটনা, কালের নিয়মে হারিয়ে যায়, কোনওটা আবার মনে রেখে দেয় গোটা পৃথিবী, লেখা থেকে যায় ইতিহাসে। ৩১ জুলাই সেরকমই কিছু মনে রাখার মতো ঘটনা ঘটেছিল সারা বিশ্বের নানা প্রান্তে।
বিভিন্ন ঘটনার জন্য আজকের দিনটি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। আজকের দিনে এমন কিছু ঘটনা ঘটেছিল যা বর্তমান প্রজন্মের কাছে এখনও উজ্জ্বল।
স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আজকের দিনের ইতিহাস জড়িয়ে। ১৯৩৩ সালে আজকের দিনে সবরমতী আশ্রম ছেড়েছিলেন মহাত্মা গান্ধী। দক্ষিণ আফ্রিকা থেকে আইনজীবীর পেশা ছেড়ে ভারতে এসেছিলেন। এরপরই স্বাধীনতা আন্দোলনের লড়াই শুরু করেন। এই সবরমতী আশ্রম থেকেই লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন গান্ধিজী।
১৯৯২ সালের ৩১ জুলাই। প্রতিবেশী দেশ নেপালে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল। তাইল্যান্ডের একটি বিমান কাঠমান্ডুতে ভেঙে পড়ে। ওই ঘটনায় মৃত্যু হয় ১১৩ জন যাত্রীর।
৩১ জুলাই পশ্চিমবঙ্গ বাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৪৮ সালে কলকাতায় প্রথমবার রাজ্য পরিবহণ পরিষেবা চালু হয় এই দিনই।