ইতিহাসের পাতায় ৩ অক্টোবর (History of 3rd October) ভারতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৭ সালের ৩ অক্টোবর, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে (Indira Gandhi) জিপ কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয় । তবে, কোনও প্রমাণ না থাকায়, ৪ অক্টোবর তিনি মুক্তি পান । তখন মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা পার্টির সরকার ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং। পরে ইন্দিরা গান্ধী ১৯৮০ সালে পুনরায় ক্ষমতায় ফিরে আসেন ।
১৯৭৮ সালের ৩ অক্টোবর দেশের প্রথম টেস্টটিউব বেবি দুর্গার জন্ম । বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি লুই-এর ৬৭ দিন পরে ভারতে এই প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়েছিল। তার পুরো নাম দুর্গা কানুপ্রিয়া আগরওয়াল । এই শিশুকে পৃথিবীতে আনার কৃতিত্ব কলকাতার ড. সুভাষ মুখোপাধ্যায়ের । অভিযোগ, সেইসময় এই যুগান্তকারী সৃষ্টির স্বীকৃতি পাননি সুভাষ মুখোপাধ্যায় । অপমানে-হতাশায় ১৯৮১ সালে তিনি আত্মহত্যা করেন।
আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের পর ব্রিটেন এই দিনে পারমাণবিক বোমার সফল পরীক্ষা করে এবং বিশ্বের তৃতীয় পারমাণবিক সমৃদ্ধ দেশে পরিণত হয়। এই বিস্ফোরণটি অপারেশন হারিকেন নামে পরিচিত। পশ্চিম অস্ট্রেলিয়ার মন্টেবেল দ্বীপে এই পরীক্ষা করা হয়েছিল।
১৭৩৫ : ফ্রান্স এবং ষষ্ঠ কেরল সম্রাট একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন।
১৮৬৩ : আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আমেরিকায় থ্যাঙ্কসগিভিং ডে পালনের ঘোষণা করেন ।
১৯৯৬ : পাকিস্তানি ব্যাটসম্যান শহীদ আফ্রিদি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেছিলেন ।
২০০৫ : ভারত ও পাকিস্তান একটি চুক্তি স্বাক্ষর করে, যেখানে দুই দেশই একে অপরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনা সম্পর্কে অবহিত করে ।
২০১৩ : পশুখাদ্য কেলেঙ্কারিতে আদালত লালু প্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়।