২৮ জানুয়ারি। আজকের দিনটি ইতিহাসের পাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আজকের দিনেই মহান স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের জন্মগ্রহণ করেছিলেন। ১৮৬৫ সালের ২৮ জানুয়ারি পাঞ্জাবের মঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁকে 'পাঞ্জাব কেশরী' অর্থাৎ পাঞ্জাবের সিংহও বলা হয়ে থাকে।
লালা লাজপত রায় অল্প বয়সেই স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। ১৯২৮ সালের ৩০ অক্টোবর, তিনি সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন। এই সময় ব্রিটিশ অফিসাররা প্রতিবাদী জনতার উপর লাঠিচার্জ করে। এই লাঠিচার্জে গুরুতর আহত হন তিনি। এই আঘাতের কারণেই ১৭ নভেম্বর ১৯২৮ সালে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন - কুয়াশার জেরে বিপত্তি, প্রায় ৩৬ ঘণ্টা পর কলকাতায় নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস
আজকের দিনের ইতিহাসে আরও একটি ঘটনার কথা উল্লেখ রয়েছে। ১৯৮৬ সালের ২৮ জানুয়ারী অর্থাৎ আজকের দিনেই বিপর্যয়ের মুখে পড়েছিল আমেরিকান মহাকাশযান 'চ্যালেঞ্জার'। এই মহাকাশ যানটি আমেরিকার ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু উৎক্ষেপণের মাত্র ৭৩ সেকেন্ড পরেই এটিতে বিস্ফোরণ হয়। বিমানে থাকা সাত মহাকাশচারীই এই দুর্ঘটনায় মারা যান।