বছরের প্রত্যেক দিনই কিছু না কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে চলেছে। আজ ২২ সেপ্টেম্বর ২০২৩ (23rd September In History)। ইতিহাসের পাতা উলটে দেখা যায় আজকের দিনেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ফিরে দেখা যাক আজকের দিনের সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি।
স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সীমান্ত সমস্যা সময়ে সময়ে যুদ্ধের রূপ নিয়েছে । এ প্রসঙ্গে ১৯৬৫ সালে সংঘটিত ভারত-পাকিস্তান যুদ্ধের কথাও মনে আসে । ১৯৬৫ সালের ১ সেপ্টেম্বর পাকিস্তান ভারতের আখনুর ব্রিজ দখল করে অপারেশন 'গ্র্যান্ড স্লাম' শুরু করে । প্রতিশোধ স্বরূপ ভারতীয় যোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর 'গ্র্যান্ড স্ল্যাম' মিশনকে ব্যর্থ করতে ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর ভোর ৪টের সময় যুদ্ধ শুরু করে । পরে ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় । এই যুদ্ধে ভারত লাহোর প্রায় দখল করেই নিয়েছিল । কিন্তু, পাকিস্তান কখনও সেকথা স্বীকার করেনি ।
২৩ সেপ্টেম্বর একটি যন্ত্রের আবিষ্কার হয় । ১৮৭৯ সালের এই দিনে আমেরিকান আবিষ্কারক রিচার্ড রোডস একটি শোনার যন্ত্র 'অডিওফোন' আবিষ্কার করেন । এই যন্ত্রটিতে শক্ত রবারের তৈরি একটি পাখা ছিল যা শব্দ শক্তি দ্বারা চালিত হত । এই ডিভাইসের সাহায্যে একজন ব্যক্তি তার শ্রবণশক্তি ৩০ শতাংশ বৃদ্ধি করতে পারে ।
জাতীয় কবি রামধারী সিং দিনকরের জন্ম হয়েছিল ২৩ সেপ্টেম্বর ১৯০৮ সালে । রামধারী সিং দিনকর ছিলেন একজন বিশিষ্ট লেখক, কবি এবং প্রাবন্ধিক। তাঁর সংস্কৃতি গ্রন্থের চারটি অধ্যায়ের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার এবং উর্বশী-র জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। ১৯৫২ সালে ভারতের প্রথম সংসদ গঠিত হলে, রামধারী সিং দিনকরকে রাজ্যসভার সদস্য করা হয় ।
ইতিহাসে আর কী ঘটেছিল আজকের দিনে
১৭৩৯ : রাশিয়া ও তুরস্ক বেলগ্রেড শান্তি চুক্তি স্বাক্ষর করে।
১৮০৩: ব্রিটিশ-ভারতীয় বাহিনী অ্যাসায়ের যুদ্ধে মারাঠা সেনাবাহিনীকে পরাজিত করে ।
১৮৫৭: রাশিয়ান যুদ্ধজাহাজ লেফোর্ট ফিনল্যান্ড উপসাগরে ঝড়ের কবলে পড়ে, ৮২৬ জন মারা যান ।
১৮৬৩ : রাও তুলা রামের মৃত্যু।
১৯২৯ : বাল্য বিবাহ নিষেধাজ্ঞা বিল অনুমোদিত হয় । এটি সারদা আইন নামে পরিচিত হয় ।
১৯৫৫ : পাকিস্তান বাগদাদ চুক্তি স্বাক্ষর করে ।