২৩ ফেব্রুয়ারি। দেখে নেওয়া যাক আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি। ইতিহাসের পাতা ওলটালে দেখা যায় আজকের দিনেই প্রতিষ্ঠিত হয় আইএসও অর্থাৎ ইন্টারন্যাশানাল স্ট্যান্ডারাইজেশন অরগানাইজেশন। ১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারি ১৬৫ দেশের সম্মতিতে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এর কাজ শিল্প ও বানিজ্যের বিভিন্ন বিষয়ের উপরে মান নির্ধারণ করে প্রতিষ্ঠানের মান অনুযায়ী সার্টিফিকেট প্রদান করেন ।
আজকের দিনটি বলিউডের জন্য অত্যন্ত কালো দিন। কারণ আজকের দিনেই মারা গিয়েছিলেন অভিনেত্রী 'মধুবালা'। 'বসন্ত' ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন মধুবালা। একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন। ১৯৫৪ সালে তিনি আক্রান্ত হন কনজেনিটাল হার্ট কন্ডিশন-এ। মৃত্যুর আগে বহুবছর শয্যাশায়ী ছিলেন। এরপর ১৯৬৯ সালে মাত্র ৩৬ বছর বয়সে তিনি মারা যান।
আরও পড়ুন - আজকের দিনেই মৃত্যু হয় ৮০০ জন নিরীখ মানুষেক, কী করে? জানুন ইতিহাস
ইতিহাসের তৃতীয় ও শেষ অংশে আমরা দক্ষিণ আমেরিকার দেশ 'গায়ানা' সম্পর্কে জানব। দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলের এই দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল। তখন এর নাম ছিল ব্রিটিশ গায়ানা। ১৯৬৬ সালের ২৬ মে ২০০ বছরের ঔপনিবেশিক শাসন শেষে ব্রিটিশ গায়ানা স্বাধীনতা লাভ করে। এরপর চার বছর পর, ২৩ ফেব্রুয়ারি ১৯৭০ সালে গায়ানা নামে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।