বছরের প্রত্যেক দিনই কিছু না কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে চলেছে। আজ ২২ সেপ্টেম্বর ২০২৩ (22nd September In History)। ইতিহাসের পাতা উলটে দেখা যায় আজকের দিনেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ফিরে দেখা যাক আজকের দিনের সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি।
২২ সেপ্টেম্বর, ১৯৫৯ । এই দিনেই প্রয়াত হন শিখদের প্রথম ধর্মগুরু গুরু নানক দেব । প্রত্যেক বছর ২২ সেপ্টেম্বর দিনটি প্রথম ধর্মগুরুর মৃত্যুবার্ষিকী পালিত হয় । গুরু নানক দেব এক মহান দার্শনিক, সমাজ সংস্কারক ছিলেন । শিখ ধর্মমতে, তিনি তাঁর শিষ্য বা অনুরাগীদের ১০টি সিদ্ধান্ত বা নীতি দিয়েছিলেন । এই নীতিগুলি আজও প্রাসঙ্গিক বলে বিবেচিত ।
এছাড়া, ১৭৯২ সালে ২২ সেপ্টেম্বর ফ্রান্সে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় । লক্ষণীয়,ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল তার বেশ কিছু প্রভাবও পড়ে । এর মধ্যে ভোটাধিকারের পাশাপাশি নতুন সংবিধানে সাধারণ মানুষের প্রতিনিধিত্বের কথা ছিল। এ ছাড়া ধর্মকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা হয়।
ইতিহাসের পাতায়, ২২ সেপ্টেম্বর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ১৯৪৯ সালে প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা করেছিল। এর কোড নাম ছিল 'ফার্স্ট লাইটনিং'। এটি কাজাখস্তানের সেমিপালাংজিস্কে দূর থেকে পরীক্ষা করা হয়েছিল । আমেরিকান বিজ্ঞানী থিওডোর হল রাশিয়াকে পারমাণবিক শক্তিতে পরিণত করেছিলেন, এই থিওডোরই সোভিয়েত ইউনিয়নকে পারমাণবিক অস্ত্রের গোপন তথ্য সরবরাহ করেছিলেন ।
আরও পড়ুন, 21st September In History: ভারতের সঙ্গে মণিপুরের সংযুক্তিকরণ আজকের দিনেই, আর কী কী ঘটেছিল? জানুন
টাইগার মনসুর আলি খান পতৌদি ২০১১ সালে ২২ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পতৌদি বংশের নবম নবাব ছিলেন এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। একই সময়ে, তিনি দলে ক্রিকেটও খেলেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের অধিনায়কও হন ।
১৫৩৯ : শিখ সম্প্রদায়ের প্রথম গুরু নানক দেব করতারপুরে মৃত্যুবরণ করেন। পাকিস্তানে এই জায়গাটি এখন ডেরা বাবা নানক নামে পরিচিত।
১৫৯৯ : লন্ডনের ফাউন্ডারস হলে ২১ জন বণিকের একটি বৈঠক অনুষ্ঠিত হয় । যেখানে ভারতের সঙ্গে বাণিজ্যের জন্য একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।
১৯০৩ : আমেরিকান নাগরিক ইতালো মার্চিয়নি আইসক্রিম কোণের জন্য একটি পেটেন্ট পেয়েছিলেন।
১৯১৪ : জার্মান যুদ্ধজাহাজ এমডেন দ্বারা মাদ্রাজ বন্দরে বোমাবর্ষণ করা হয়।
১৯৫৫ : ব্রিটেনে টেলিভিশনের বাণিজ্যিকীকরণ শুরু হয়।
১৯৭৭ : বিশ্ব বিখ্যাত খেলোয়াড় পেলের নেতৃত্বে আমেরিকার কসমস ফুটবল দল দুটি প্রদর্শনী ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছিল।
১৯৭৯ : জামায়াত-ই-ইসলাম সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মৌলানা আবদুল আলি মৌদুদি পরলোক গমন করেন ।
১৯৮০ : ইরান ও ইরাকের মধ্যে চলমান সীমান্ত সংঘাত যুদ্ধে পরিণত হয়।
১৯৮৮ : কানাডার সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি এবং কানার নাগরিকদের বন্দী করার জন্য ক্ষমা চেয়েছিল ।
২০১৮ : ইরানে বার্ষিক সামরিক কুচকাওয়াজে সন্ত্রাসবাদীরা হামলা চালায় । মহিলা ও শিশু সহ কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয় । হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট ।
২০২০ : প্রবীণ মারাঠি অভিনেত্রী আশালতা ওয়াবগাঁকর প্রয়াত হন