১৯ ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটি। কারণ ১৪৭৩ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন মহান গণিতজ্ঞ নিকোলাস কোপার্নিকাস। যিনি চার্চের বিরুদ্ধে গিয়ে বলেছিলেন, পৃথিবী স্থির থাকে। আর সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে।
নিকোলাস কোপার্নিকাস জানান, সূর্যকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সৌরজগত। মৃত্যুর কিছুদিন আগেই কোপার্নিকাস তাঁর বই দি রেভলিউসনিবাস অরবিয়াম কোয়েলেস্তিয়াম প্রকাশ করেন। যে বইটি বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকের দিন আরও একটি কারণে বিখ্যাত। কারণ ১৯৮৬ সালে ১৯ ফেব্রুয়ারি প্রথম বার কম্পিউটারাইজ রেলওয়ে টিকেট প্রকাশ করা হয়েছিল। যাত্রীদের এই টিকিট দেওয়া হয়েছিল নতুন দিল্লির রেলওয়ে স্টেশন থেকে।
ইতিহাসের পাতায় আর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল আজকের দিনে। কারণ ২০১৯ সালে আজকের দিনেই মৃত্যু হয়েছিল ভারতীয় সাহিত্য সমালোচক, ভাষাবিদ, শিক্ষাবিদ এবং তাত্ত্বিক নামভার সিংয়ের। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
আরও পড়ুন - এদিনই প্লুটো গ্রহের আবিষ্কার, আর কী হয়েছিল ১৮ ফেব্রুয়ারি
সেখানে কিছু সময়ের জন্য অধ্যাপনাও করেন। তিনি আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে হিন্দি সাহিত্যের অধ্যাপক হিসেবে কাজ করেছেন। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ভাষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং প্রথম চেয়ারম্যান ছিলেন।