ইতিহাসের বিভিন্ন তারিখের প্রাসঙ্গিকতা বিভিন্নরকম। এক-একটি দিন এক বা একাধিক বিশেষ ঘটনায় রঙিন। ১২ সেপ্টেম্বর তারিখে (12th September, On This Day in History ) কোন বড় ঘটনা ঘটেছিল? কী কী কারণে আজকের দিনটি বিশেষ? জেনে নেওয়া যাক ইতিহাস।
আজকের দিনটি পরিবারের এক বিশেষ মানুষের জন্য , এক বিশেষ সম্পর্ককে উদযাপন করতে পালন করা হয় । ১২ সেপ্টেম্বর আসলে গ্র্যান্ড প্যারেন্টস ডে । বাড়িতে দাদু-ঠাকুমা কিংবা দাদু-দিদার সঙ্গে তাঁদের নাতি-নাতনিদের সম্পর্কের গভীরতা, গুরুত্ব বোঝাতে পালিত হয় গ্র্যান্ড প্যারেন্টস ডে । আজ দেশের বিভিন্ন স্কুলে, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ দিন পালন করা হয় । এই দিনটি সেই প্রজন্মের জন্য উত্সর্গীকৃত যাঁরা তাঁদের পরিবারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন ।
আরও পড়ুন, 11 September, On This Day in History: ৯/১১ হামলা, শিকাগোয় ভাষণ স্বামীজির, আর কী হয়েছিল ১১ সেপ্টেম্বর
১৯৫৯ সালে আজকের দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রকেট 'লুনা ২' চাঁদে পৌঁছেছিল । যা মহাকাশ গবেষণার ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন বড় নজির গড়েছিল বলা যেতে পারে । এর ফলে অস্থির হয়ে ওঠে আমেরিকা । মহাকাশের জগতে কে একে অপরকে ছাড়িয়ে যাবে, দুই দেশের মধ্যে যেন একপ্রকার সেই যুদ্ধ লেগে যায় ।
গান্ধী পরিবারের জন্যও আজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন । ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বামী এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জামাই ফিরোজ গান্ধী । তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন ফিরোজ । অন্যদিকে, ১৯২৮ সালে ফিরোজ গান্ধী সাইমন কমিশন বর্জনে অংশ নেন। এরপর ১৯৩০-৩২ সালের আন্দোলনে তাঁর জেল হয় ।