ফেব্রুয়ারি মাসের প্রথম দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন। ইতিহাসের পাতা উলটে দেখা যাক ঠিক কী কী হয়েছিল আজকের দিনে।
১ ফেব্রুয়ারি ভারতের মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। ২০০৩ সালে ১ ফেব্রুয়ারী আমেরিকার স্পেস শাটল কলম্বিয়া নিজেদের মহাকাশ মিশন শেষ করে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। সাতজন নভোচারী মারা যান।
এছাড়াও, বিখ্যাত অক্সফোর্ড অভিধান, যা আমাদের ইংরেজি শব্দের সমাধান করে, প্রথমবার ১৮৮৪ সালের ১ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল। এটি তৈরির কাজ শুরু হয়েছিল ১৮৫৭ সালে। স্যার জেমস অগাস্টাস হেনরি মারে এই অভিধানটির লেখক ছিলেন।
আরও পড়ুন - রাম-সীতা-হনুমান-লক্ষ্মণ দোকানে এলে বিনামূল্যে খাবার, ঘোষণা করলেন নয়ডার মুসলিম দোকানদার
ইতিহাসের তৃতীয় ঘটনাটি পণ্ডিত নৈন সিং সম্পর্কিত। কারণ তিনিই লাদাখ থেকে লাসা পর্যন্ত মানচিত্র তৈরি করেছেন। এশিয়ার মানচিত্র তৈরিতে পণ্ডিত নৈন সিং-এর অবদান অনস্বীকার্য। এই কাজের জন্য তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে প্রচুর সম্মান পেয়েছিলেন। ১৮৮২ সালের ১ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।