একটি বিতর্কিত মন্তব্যের জেরে আরও বিপাকে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা। এই প্রথম তাঁকে সমন করল মুম্বই পুলিশ। সংবাদসংস্থার খবর, আগামী ২৫ জুন নূপুরকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ওই দিনই আপত্তিকর মন্তব্য নিয়ে তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। এক সপ্তাহ আগে একটি জাতীয় টেলিভিশনের চ্যাট শো বিতর্কিত মন্তব্য করেন বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা। তাঁর সেই মন্তব্য ঘিরে বিক্ষোভের আঁচ দেখা যায়। যার জের পড়ে পশ্চিমবাংলাতেও।
মুম্বই পুলিশ সূত্রে খবর, যে টেলিভিশন চ্যানেলে বসে নূপুর ওই আপত্তিকর মন্তব্য করেছিলেন, সেই ফুটেজও চেয়ে পাঠানো হয়েছে। ২৫ জুন বেলা ১১টার মধ্য়ে নূপুরকে মুম্বই পুলিশের সদর দফতরে হাজিরা দিতে হবে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় বিতর্কিত নেত্রীকে নোটিস পাঠিয়েছে পুলিশ।
দেশের বিভিন্ন জায়গাতেই নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর হয়েছে। মুম্বইতেও তাঁর বিরুদ্ধে সাতটি আলাদা আলাদা এফআইআর করা হয়েছে। প্রতিটি অভিযোগকে একত্রিত করেই নূপুরকে সমন করেছে মুম্বই পুলিশ। রাজনৈতিক মহলের মতে, মুম্বই পুলিশের এই পদক্ষেপে চাপ বাড়ল বিজেপির উপরে। কারণ, নূপুরকে বহিষ্কার ছাড়া এই ঘটনায় আর কিছুই করেনি গেরুয়া শিবির। এই ঘটনায় এখনও চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ ইতিমধ্যে নূপুরের মন্তব্য নিয়ে আন্তর্জাতিক মঞ্চেও মুখ পুড়েছে ভারতের। বিশেষ করে ইরান, কুয়েত, কাতারের মতো দেশ ভারতের তীব্র নিন্দা করেছে। এই অবস্থায় পুলিশি তলব। যা বিজেপির সামনে নতুন চ্যালেঞ্জ হতে পারে বলেই রাজনৈতিক মহলের মত।