সুপ্রিম কোর্টের রায়ে আশাহত উপত্যকার মানুষ। তবে ভেঙে পড়েননি। সুপ্রিম কোর্টের রায়ঘোষণা নিয়ে এমনই প্রতিক্রিয়া ওমর আবদুল্লার। জম্মু-কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাব নবি আজাদ জানিয়ে দিয়েছেন, কাশ্মীরের মানুষ অন্য কিছু প্রত্যাশা করেছিল।
ডিপিএপি দলের চেয়ারম্যান গুলাব নবি আজাদ বলেন, "আমি প্রথম থেকেই বলেছিলাম, সংসদ ও সুপ্রিম কোর্টের থেকে আশা করা যায়। নতুন আইন বানিয়ে ৩৭০-কে রদ করে সংসদ। আশা ছিল সুপ্রিম কোর্ট এই নিয়ে রায়ঘোষণা করবে।চার মাস ধরে পর্যবেক্ষণ, শুনানি চলেছে। এরপর যখন আজ রায় এল। সেই রায়ে জম্মু-কাশ্মীরের কোনও বাসিন্দাই খুশি হতে পারেননি। "
আরও পড়ুন: সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের