লোকসভার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। এবার এই নিয়েই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিক মামলা দায়ের করলেন মহুয়া মৈত্র। ওই মামলা শুনানির জন্য শীর্ষ আদালতে তালিকাভুক্ত হতে পারে।
লোকসভায় মহুয়ার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে তোলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। মহুয়ার প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাইও একাধিক অভিযোগ তোলেন। তার ভিত্তিতে বিষয়টি তদন্ত করে লোকসভার এথিক্স কমিটি। সেই তদন্তের রিপোর্ট লোকসভায় আনুষ্ঠানিকভাবে পেশ করেন এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকর।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা, ৩৭০ ধারা বাতিল অসাংবিধানিক নয়, রায় সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টে ১৫ পাতার আবেদনে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন মহুয়া মৈত্র। তাতে তিনি এথিক্স কমিটির রিপোর্ট ও তাঁকে বহিষ্কারের প্রস্তাবকে সত্যের বিকৃতি বলে উল্লেখ করেন।