গুজরাতে ভেঙে পড়ল পুরনো একটি ব্রিজ। কমপক্ষে ১০ জন ঘটনাস্থলে আটকে ছিলেন। তাদের মধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরেন্দ্রনগর এলাকার ভাসতাদি গ্রামে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্রিজ ভেঙে মাঝখানে আটকে আছে একটি লরি। স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, ওই লরি ও দুটি বাইক ব্রিজ পেরোনোর সময়ই দুর্ঘটনাটি ঘটে। ব্রিজ ভেঙে পড়ার সময় আর্তনাদ শোনা যায়। ব্রিজের উপর থাকা গাড়ি নদীতে পড়ে যায়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, ব্রিজ প্রায় ৪০ বছরের পুরনো। এই ব্রিজের মাধ্যমেই চুড়া এলাকা থেকে ন্যাশনাল হাইওয়েতে পৌঁছনো যায়।