অতিবিরল কালো বাঘের দেখা মেলে একমাত্র ওড়িশার সিমলিপালেই। সেখানেই চালু হতে চলেছে ভারতের প্রথম এবং একমাত্র কালো বাঘের সাফারি। বুধবার এ-কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
ওড়িশায় ময়ূরভঞ্জের সিমিলিপাল ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার একদম গায়েই। ফলে ব্যাঘ্রপ্রেমী বাঙালি পর্যটকদের জন্যও ওড়িশার মুখ্যমন্ত্রী এই ঘোষণা রীতিমতো সুখবর৷ সাম্প্রতিকতম ব্যাঘ্র সুমারি অনুযায়ী, সিমিলিপালে ১০টি মেলানিস্টিক টাইগারের খোঁজ মিলেছে।
Hooghly News: পোষা হাঁসদের বিষপ্রয়োগে হত্যার অভিযোগ, শেষ দেখে ছাড়তে চান চুঁচুড়ার তিথি
ওড়িশার প্রধান মুখ্য বনপাল সুশান্ত নন্দ জানিয়েছেন, জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ বা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির অনুমোদন নিয়ে চালু হতে চলেছে কালো বাঘের সাফারি। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই শুরু হবে সাফারি।