ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে দায়ের হল এফআইআর। কর্তব্যে গাফিলতি এবং অবহেলার জন্যই মৃত্যু, এমনটাই বলা হয়েছে এফআইআরে।
এফআইআর করেছে ওড়িশা রেল পুলিশ। তাতে বালাসোরের ট্রেন দুর্ঘটনায় 'গাফিলতির জন্য মৃত্যু' হয়েছে, পাশাপাশি 'মারাত্মক আঘাতে'রও উল্লেখ রয়েছে। এনডিটিভির একটি প্রতিবেদনে একথা জানা গিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, কিছু সংখ্যক রেলকর্মী তাঁদের দায়িত্ব পালন করেননি।
Monsoon-Weather Update: কেরালাতেই দেরিতে আগমন, তাহলে বাংলায় কবে আসছে বর্ষা?
উল্লেখ্য, দোসরা জুনের মর্মান্তিক রেল দুর্ঘটনায় অন্তত ২৭৫ জনের মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন সহস্রাধিক।