অনলাইন গেমে তিনবার হার। ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা এক ২৪ বছরের যুবকের। ঘটনাটি ঘটেছে ওড়িশার জেরেং গ্রামের জারপাদা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সৌম্য রঞ্জন নায়াক। কটকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, মোবাইল গেমে হারের ফলেই আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক।
আরও পড়ুন: দিদি নম্বর ১-এর সেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! রবিবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠক
খবর পেয়েই ওই যুবককে হাসপাতালে ভর্তি করেন তাঁর বাবা-মা। চিকিৎসকরা দ্রুত ওই যুবককে কটকে পাঠানোর সিদ্ধান্ত নেন।