নিউ ইয়র্কের ব্রুকলিনের সাবওয়েতে (Brooklyn subway attack) আচমকা বন্দুকবাজের হানা। গুলিবিদ্ধ হলেন অন্তত ৫ জন। মঙ্গলবার সকালে সানসেট পার্কে থার্টি সিক্সথ স্ট্রিট স্টেশন সংলগ্ন এলাকা ধোঁয়ায় ভরে যেতে দেখে অকুস্থলে যান নিউ ইয়র্কের (New York fire department) দমকল কর্মীরা। সেখানে গিয়েই তাঁরা উদ্ধার করেন আহতদের। দমকল দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১৩ জন আহত হয়েছেন এই ঘটনায়।
যদিও, এখনও পর্যন্ত ওই ৫ জন গুলিবিদ্ধ ব্যক্তি ছাড়া আহতদের সম্বন্ধে আর কোনও তথ্য জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় (Social media) আসা ছবিতে দেখা যাচ্ছে স্টেশনের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন একাধিক আহত ব্যক্তি।
আরও পড়ুন: প্রতিবন্ধী যুবতীকে তুলে নিয়ে গিয়ে 'ধর্ষণ', রক্তাক্ত অবস্থায় আদালতে নির্যাতিতা
দমকল ও পুলিশ যৌথভাবে বিস্ফোরকের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। যদিও, নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টের (New York police department) পক্ষ থেকে একটি টুইট (Tweet) করে জানানো হয়, "কোনও বিস্ফোরক অকুস্থল থেকে পাওয়া যায়নি"। যদিও, একাধিক ধোঁয়া-সৃষ্টিকারী যন্ত্র উদ্ধার করা হয়েছে ওই স্টেশন থেকে, বলে জানিয়েছেন মেয়রের মুখপাত্র ফাভিয়েন লেভি। যিনি, এই ঘটনায় গুলিবিদ্ধের প্রাথমিক গণনার হিসেবটিতে ছাড়পত্র দিয়েছেন।
আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকালের ব্যস্ততার মধ্যে অসুবিধায় পড়েন আশেপাশের নিত্যযাত্রীরা। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা শহরজুড়ে। স্তানীয় সূত্রে জানা গিয়েছে, হামলাকারী নির্মাণকর্মীদের পোশাক পরেছিল এবং তার মুখে ছিল গ্যাস মাস্ক।
এই ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ১১ জন।