কথায় বলে ‘শরীর থাকলে রোগ হবেই’, আর রোগ হলেই চিকিৎসা। কিন্তু একেকসময় ওষুধের খরচ বহন করা অসাধ্য হয়ে ওঠে এক শ্রেণির মানুষের পক্ষে। তবে বর্ষশেষে সুখবর দিল ন্য়াশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথারিটি (National Pharmaceutical Pricing Authority), এই সংস্থার তরফে কমানো হয়েছে ১২৭ টি ওষুধের দাম।
প্যারাসিটামল ,অ্যামোক্সিসিলিন, রেবেপ্রাজ়ল ও মেটমরফিন সহ একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমেছে। ওষুধগুলির বেশিরভাগই রোগীদের নিত্য প্রয়োজনীয়। এই নিয়ে চলতি বছরে মোট ৫ বার দাম কমল ওষুধের।
Covid Guidelines: কোভিড নিয়ে 'নো রিস্ক', উৎসবের মরসুমে একাধিক নিষেধাজ্ঞা স্বাস্থ্য মন্ত্রীর
তবে কিছু ওষুধের দামও বেড়েছে। মেটফরমিন (৫০০মিলিগ্রাম)-র প্রতি ট্যাবলেটের দাম ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। ২ টাকা ৩০ পয়সার বদলে বর্তমানে প্যারাসিটামলের দাম কমে দাঁড়াল ১ টাকা ৮০ পয়সা।