নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে প্রতিনিয়ত, ক্রমশ তা বেরিয়ে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে।
এ বার তাই ডায়াবেটিস-ব্লাড প্রেশারসহ অ্যান্টি-অ্যালার্জিক ও মাল্টিভিটামিন মিলিয়ে মোট ২৩টি ওষুধের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিল ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিএ)। শুক্রবার গেজ়েট নোটিফিকেশন প্রকাশ করেছে এনপিপিএ।
প্রতিটি ওষুধের ক্ষেত্রেই একটি ট্যাবলেট কিংবা এক মিলিলিটার পরিমাণের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়েছে। যেমন, ডায়াবিটিসের ট্যাবলেটের দাম ১০ টাকা ৩ পয়সা, ব্যথার ওষুধের ট্রিপসিন, ব্রোমেলেন, রুটোসাইড ট্রাইহাইড্রেট এবং ডিক্লোফেনাক সোডিয়াম ট্যাবলেটের দাম ২০ টাকা ৫১ পয়সা, উচ্চ রক্তচাপের ট্যাবলেটের দাম ১৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে। ‘