অক্টোবর মাসে বিপর্যয়ের পর থেকে বন্ধই ছিল উত্তর সিকিম । এবার পর্যটকদের জন্য সুখবর । প্রায় দেড়মাস পর ফের খুলে যাচ্ছে উত্তর সিকিমের একাংশ । বুধবার সিকিম পর্যটন দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে লাচুং-এ যেতে পারবেন পর্যটকরা । তবে, লাচেন ও গুরুদংমার এখনও বেশ কয়েকদিন রাখা হবে । বহু রাস্তা এখনও সারানো হয়নি বলে খবর ।
তবে, উত্তর সিকিমে ভ্রমণে থাকছে বেশ কিছু কড়াকড়ি । যেমন, উত্তর সিকিমে যেতে হলে সংকলন-টং-চুংথাং সড়ক ধরেই যেতে হবে পর্যটকদের । গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে বিকেল ৪টের পর থেকে । জানা গিয়েছে, অধিকাংশ রাস্তা এখনও সারানো হয়নি । দিনরাত এক করে পরিশ্রম করছেন সেনারা । দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টায় রয়েছেন তাঁরা ।
তবে, পর্যটন দফতরের তরফে আবেদন জানানো হয়েছে যে, পর্যটকরা যেন একটু হাতে সময় নিয়ে উত্তর সিকিমে আসেন । এখনও হড়পা বানের ক্ষত থেকে সেরে উঠতে পারেনি উত্তর সিকিম ।