পবিত্র গঙ্গার ঘাটে পা রাখতে পারবেন না কোনও অহিন্দু ব্যক্তি। এমনই পোস্টার পড়ল বারানসীতে। তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
কাশীর (Varanasi) গঙ্গা (Ganges) ঘাটে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে পোস্টার লাগানো হয়েছে। এই পোস্টারগুলি বিশ্ব হিন্দু পরিষদ (Vishva Hindu Parishad) এবং বজরং দল লাগিয়েছে বলে জানা গিয়েছে। কাশীর গঙ্গা ঘাট ছাড়া আরও মন্দিরে এই ধরনের পোস্টার লাগানোর পরিকল্পনা রয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলির।
আরও পড়ুন: Omicron: বিদেশ ফেরত যাত্রীদের বাধ্যতামূলক নিভৃতবাস, করোনার দোসর ওমিক্রন ঠেকাতে নয়া নির্দেশিকা কেন্দ্রের
বজরং দলের কাশী মহানগর শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, হিন্দু সমাজকে নিজেদের শক্তি দেখাতে হবে এবং ধর্ম ও সমাজ রক্ষায় এগিয়ে আসতে হবে। সবকিছু সরকারের হাতে ছেড়ে দেওয়া যাবে না। মন্দিরে বা গঙ্গার ঘাটের ধারে যেখানেই কোনও বিধর্মী প্রবেশ করবে, তাকে ঘটনাস্থলেই ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
কাশ্মীর পঞ্চগঙ্গা ঘাট, রামঘাট, মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ থেকে অসি ঘাট পর্যন্ত এই পোস্টার লাগিয়েছে ভিএইচপি এবং বজরং দলের সদস্যরা। সেখানে স্পষ্ট লেখা হয়েছে যে, কাশীর গঙ্গা ঘাটে অহিন্দুদের প্রবেশ নিষেধ। গঙ্গার ঘাটে পোস্টার লাগানোর পর এখন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল কাশীর মন্দিরে এই ধরনের পোস্টার লাগানোর পরিকল্পনা নিয়েছে।