কর্নাটকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ ওড়াল পুলিশ। রাজ্য পুলিশের এক পদস্থকর্তার দাবি, প্রধানমন্ত্রীর কনভয়ে কোনও যুবক ঢুকে পড়েননি। ওই যুবককে অনেক আগেই আটকে দেওয়া হয়েছিল। একটি টুইট ভিডিও পোস্ট করে এই দাবি করেছে কর্নাটক পুলিশ। শনিবার অভিযোগ করা হয়েছিল, কর্নাটকে রোড-শোর সময় প্রধানমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়েছিলেন এক যুবক। এই খবর মিডিয়ার রটনা বলেই দাবি করা হয়েছে।
আর কয়েকদিন পরেই ভোটের দিন ঠিক হয়ে যাবে কর্নাটকে। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এই রাজ্যের ভোট বিজেপির কাছে অ্যাসিড টেস্ট। কারণ দক্ষিণের এই একমাত্র রাজ্যেই ক্ষমতা রয়েছে গেরুয়া শিবির। শনিবার ভোটমুখী এই রাজ্যেই গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কর্নাটক পুলিশের পদস্থ কর্তা অলোক কুমার জানিয়েছেন, সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ হিসাবে দেখানো হলেও ব্যাপারটা সেরকম নয়। এক ব্যক্তি প্রধানমন্ত্রীর কনভয়ের দিকে দৌড়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর গাড়ি থেকে অনেক দূরেই তাঁকে আটকে দেওয়া হয়।
পাঞ্জাবের পর এই নিয়ে দ্বিতীয়বার কর্নাটকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। প্রথমবারেও নরেন্দ্র মোদীর কাছাকাছি আসার চেষ্টা করেছিলেন এক যুবক।