হাসপাতালে ছিল না স্ট্রেচার বা হুইল চেয়ার। ফলে দুর্ঘটনায় পা ভাঙা নাবালক ছেলেকে বাধ্য হয়ে স্কুটারে চাপিয়ে হাসপাতালে চার তলায় পৌঁছে দিলেন বাবা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। যদিও এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে হুইলচেয়ার বা স্ট্রেচারের অভাব রয়েছে ওই হাসপাতালে।
জানা গিয়েছে, দুর্ঘটনা একটি নাবালক ছেলের পা ভেঙে যায়। কোটার একটি হাসপাতালে দেখানোর পর চিকিৎসক ভাঙা পায়ের প্লাস্টার করার পরামর্শ দেন। কিন্তু প্লাস্টার হয় ওই হাসপাতালে তিন তলায়। কিন্তু এই বিরাট হাসপাতালে হুইলচেয়ার না থাকায় কিশোরের বাবা বাধ্য হয়ে তাঁর ছেলেকে স্কুটারে বসিয়ে চারতলায় পৌঁছন।
আরও পড়ুন - নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র, আরটিআইয়ের প্রশ্ন এড়িয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রক
ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পৌঁছয় হাসপাতালে আর এই ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা দাবি করেছে কর্তৃপক্ষকে জানানো হলেও এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এও দাবি করা হয়েছে, হাসপাতালের ভেতরে স্কুটার নিয়ে ঢোকার অনুমতিও দেওয়া হয়নি। তবে এই ঘটনায় নিরুপায় বাবাকে সমর্থন করেছে পুলিশ।