ভোটের প্রচারে আর ব্যবহার করা যাবে না স্কুলের মাঠ। নির্দেশিকা জারি জাতীয় নির্বাচন কমিশনের। নির্বাচনী প্রচারের সময় শাড়ি, জামা বিলি করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। মঙ্গলবার এই নিয়ে রাজ্যগুলির কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই নির্দেশিকা পাঠিয়ে রাজনৈতিক দলগুলিকে বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ওই নির্দেশিকা থেকে জানা গিয়েছে, স্থানীয় স্তরের আইন মেনেই রাজনৈতিক সভা ও মিছিল করতে হবে। সভা বা মিছিলে পতাকা, ব্যানার, কাটআউট- সব স্থানীয় আইন মেনে হবে। কর্মসূচিতে টুপি, মাস্ক, স্কার্ফ দেওয়া যাবে। কিন্তু জামা বা শাড়ির মতো পোশাক দেওয়া যাবে না। সরকারি বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করা যাবে না। সরকারি প্রতিষ্ঠান প্রচারের কাজে ব্যবহারও করা যাবে না।
আরও পড়ুন: রাতারাতি বড়লোক হওয়ার বাসনা, কেরলে দম্পতির অন্ধবিশ্বাসের বলি ২ মহিলা
জাতীয় নির্বাচন কমিশন নির্দেশিকায় জানিয়েছে, নির্বাচন চলাকালীন গাড়ির সঙ্গে ফ্ল্যাগ বা স্টিকার ব্যবহারে মানুষের অসুবিধার কথা মাথায় রাখতে হবে রাজনৈতিক দলগুলিকে। নির্বাচনী প্রচারে বৈধ উপায়ে বাণিজ্যিক গাড়ি ব্যবহার করলে ছাড় দেওয়া হবে। গাড়িতে লাউডস্পিকার লাগাতে গেলেও মোটর ভেহকেলস অ্যাক্ট মেনে ব্যবহার করতে হবে।