আগেও ছিল, তবে অতিমারীতে বাধ্যতামূলক ওয়র্ক ফ্রম হোম চালু করেছিল সারা বিশ্বের একাধিক বহুজাতিক সংস্থা, কোভিডের ভয়াবহতা কাটার পরেও একাধিক সংস্থায় কর্মীরা বাড়ি থেকেই কাজ করছিলেন দীর্ঘদিন, এবার পাকাপাকি ভাবে ওয়র্ক ফ্রম হোম মডেল বন্ধ করছে বহুজাতিক সংস্থা টিসিএস।
সংস্থার ম্যানেজার এবং টিম লিডদের কাছে এই নিয়ে একটি মেল ফরোয়ার্ড করেছে এইচআর বিভাগ, তাতে কর্মীদের আরটিও মোড অর্থাৎ রিটার্ন টু অফিস মোডে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিকটবর্তী টিসিএস অফিসে সপ্তাহে অন্তত তিনদিন গিয়ে কাজ করতে হবে কর্মীদের।
চলতি অর্থবর্ষে ৪৪,০০০ ফ্রেশার্স নিয়োগ করেছে টিসিএস, সংস্থার বর্তমান কর্মীসংখ্যা ৬ লক্ষ ১৪ হাজার ৭৯৫।