বিহারে নীতীশ ম্যাজিক অব্য়াহত। বুধবার বিধানসভায় আস্থা জয় করল মহাজোট সরকার। ম্যাজিক ফিগার ১২২। কিন্তু ভোটাভুটির আগেই বিধানসভা থেকে ওয়াক আউট করল বিজেপি। বিধানসভা ছাড়ার আগে গেরুয়া শিবিরের অভিযোগ রাজনৈতিক বিশ্বাসঘাতকতার। তাতেও অবশ্য় কিছু যায় এল না।
এদিন শুরু থেকেই নাটকের সাক্ষী থাকল বিহার বিধানসভা। অধিবেশন শুরুর আগে হঠাৎ করেই পদত্যাগের কথা ঘোষণা করেন অধ্যক্ষ বিজয় কুমার সিনহা। এরআগে অবশ্য বিজয়ের পদত্যাগের দাবিতে সরব হন মহাজোটের বিধায়করা। সেইসময় অবশ্য পদত্যাগের দাবি উড়িয়ে দেন এই বিজেপি নেতা। কিন্তু এদিন তাঁর পদত্যাগ ঘোষণার পিছনে যুক্তি, তাঁর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে যুক্তিহীন অভিযোগ করা হয়েছে। এই পরিস্থিতিতে দুপুরে বিধানসভা মুলতুবি ঘোষণা করেন তিনি।
স্পিকারের বদলে আস্থাভোট করান সংযুক্ত জনতা দলের ডেপুটি স্পিকার মহেশ্বর হাজারি। বিজেপির সঙ্গ ছাড়ার পরে গত ১০ অগস্ট বিহারের নয়া সরকারের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিয়েছিলেন জেডি(ইউ) প্রধান নীতীশ। উপমুখ্যমন্ত্রী পদে আরজেডি নেতা তেজস্বী যাদব। সেই সরকারের আস্থাভোট ছিল বুধবার।