জনসংখ্যা নিয়ন্ত্রণে মহিলাদের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার।
বিহারের বিধানসভায় তাঁর সরকারের করা কাস্ট সেনসাস নিয়ে কথা বলছিলেন নীতিশ৷ তিনি বলেন, বিহারে মহিলাদের ফার্টিলিটি রেট ৪.৩ শতাংশ থেকে কমে ২.৯ শতাংশ হয়েছে। এর মূলে রয়েছে মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার। নীতিশ বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে শিক্ষা।
Science Of Love: 'ভালবাসার তুমি কী জান'? ভালবাসলে নাকি জিনেও আসে বদল! বলছে আধুনিক গবেষণা
বক্তব্য যাই হোক, নীতিশ যে শব্দ ব্যবহার করেছেন তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিরোধী বিজেপির বিধায়করা দাবি করেন, নীতিশ 'বি গ্রেড ফিল্মে'র ভাষায় কথা বলছেন।
বিহার বিধানসভার মহিলা বিধায়করা নীতিশের মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন। বিজেপি বিধায়ক নিক্কি হেমব্রম বলেছেন, "উনি মহিলাদের প্রতি সম্মান দেখিয়ে কথা বলতে পারতেন। কিন্তু আদতে উনি অসংবেদনশীল এবং মহিলাদের সম্মান করেন না।"