Mamata Banerjee : বিরোধী জোটের বার্তা নিয়ে কলকাতায় আসছেন নীতীশ, মমতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা

Updated : Apr 23, 2023 14:29
|
Editorji News Desk

বিরোধী জোটের বার্তা নিয়ে মঙ্গলবার কলকাতায় মমতা-নীতীশ বৈঠকের সম্ভাবনা। নবান্ন্ থেকে এই ব্যাপারে এখনও কিছু বলা না হলেও, পাটনা থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সচিবালয় সূত্রে এই খবর জানা গিয়েছে। পাটনা থেকে খবর মঙ্গলবার ঝটিকা সফরে কলকাতা যাবে বিহারের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি কথা বলবেন বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে। ২০২৪ সালে লোকসভা ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই বিরোধী জোট গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন নীতীশ কুমার। রাজনৈতিক মহলের মতে, মমতার সঙ্গে বৈঠক এই উদ্যোগের অঙ্গ। তবে এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস সূত্রেও এখনও কিছু বলা হয়নি। 

ইতিমধ্যে আগামী লোকসভা ভোটকে সামনে রেখে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস ছাড়া বাকি বিরোধীদের এখন একটাই ঠিকানা। আর তা হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসও হয়তো পরবর্তী সময়ে এই পথেই হাঁটবে। কারণ, ইতিমধ্যেই দলের অন্দরে শশী থারুর, মণীশ তিওয়ারিদের মতো নেতারা মমতার জোট ফর্মূলাকেই সমর্থন করছেন। 

গত কয়েকদিন থেকেই এই ব্যাপারে উদ্যোগী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। তাই তাঁর পড়শি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেই এগোতে চান বর্ষীয়ান এই রাজনীতিক। কারণ, ইতিমধ্যেই মমতা পাশে থাকার কথা জানিয়েছে নীতীশের জোট সঙ্গী আরজেডি। কলকাতায় এসে অখিলেশ যাদবও মমতার হাত শক্ত করার কথা বলে গিয়েছেন। ফলে যদি মঙ্গলবার মমতা-নীতীশ বৈঠক হয়, তা-হলে বিরোধী জোটের প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি বৈঠক হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

Mamata Benerjee

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক