নিঠারি হত্যাকাণ্ডে মূল দুই অভিযুক্তের ফাঁসির সাজা রদ করল এলাহাবাদ হাইকোর্ট। তাঁদের নাম মণীন্দ্র সিং পান্ধের এবং সুরেন্দ্র কোহলি। জানা গিয়েছে, মোট ১২ টি মামলায় সুরেন্দ্রকে এবং ২টি মামলায় মণীন্দ্রকে বেকসুর খালাস করেছে উচ্চ আদালত।
২০০৫-২০০৬ সাল নাগাদ নিঠারিতে একের পর এক যুবতী ও কিশোর-কিশোরী নিখোঁজ হতে শুরু করেন। তদন্তে নেমে ব্যবসায়ী পান্ধেরের বাড়ি থেকে উদ্ধার হয় ১৯টি নরকঙ্কাল। সেখান থেকে বাঙালি যুবতি পিঙ্কি সরকারের কঙ্কালও উদ্ধার করা হয়। পুলিশ জানতে পারে, যৌন নির্যাতনের জন্য যুবতী, কিশোর ও কিশোরীদের অপহরণ করতেন তিনি। তারপর তাদের খুন করে শরীরের মাংস সিদ্ধ করে খেতেন পান্ধের ও মণীন্দ্র। নিম্ন আদালতে তাঁদের ফাঁসির সাজা দেওয়া হয়েছিল।
অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, খুন, ধর্ষণ, যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল। নিম্ন আদালতে দুই অভিযুক্তের ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট ফাঁসির সাজা রদ করে দেয়।