তৃতীয় মোদী সরকারের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ আজ । বাজেট মানেই নজরে থাকে কোন কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম কমবে, আয়করে ছাড় মিলবে কি না ইত্যাদি । তবে, বাজেটের দিন আরও একদিকে নজর থাকে দেশবাসীর । অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের শাড়ি । দেশের অর্থমন্ত্রীর শাড়িপ্রীতির কথা কারও অজানা নয় । এবারও তার অন্যথা হল না । ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশের দিনও নির্মলা সীতারমন নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টেই সাবলীল ভাবে ধরা দিয়েছেন ।
মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা ৭ বার বাজেট পেশ নির্মলা সীতারমনের । এর আগে ছয়বার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী । তার মধ্যে ষষ্ঠ বাজেট ছিল অন্তর্বর্তী । চলতি বছর ফেব্রুয়ারি মাসে নীলের উপর সাদা সুতোর কাজ করা কাঁথা স্টিচের শাড়ি পরে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন । এদিন পূর্ণাঙ্গ বাজেটের দিনে সীতারমনের ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করেছে সাদা ও ম্যাজেন্ডা রঙের সোনাল জরির কাজ করা সিল্কের শাড়ি । গলায় গোল্ড চেন, কানে ছোট্ট টপ আর হাতে চুরি । একেবারে সাধারণ, অথচ আভিজাত্যপূর্ণ ।
২০১৯-২০২৪, কোন বছর কী শাড়ি পরেছেন নির্মলা সীতারমন, দেখে নেওয়া যাক
২০১৯-এ প্রথম বাজেট ছিল নির্মলার । সেইসময় তাঁর শাড়ির রং ছিল গোলাপি, আর পাড়ে সোনালির ছোঁয়া । মঙ্গলগিরি সিল্ক পরেছিলেন নির্মলা সীতারমন
২০২০, দ্বিতীয় বাজেট সীতারমনের । নির্মলা পরেছিলেন হলুদ সোনালি রঙের একটি সিল্ক । পাড়ে ছিল তুঁতে রং । হলুদ রং-কে সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়
২০২১ সালে লাল এবং অফ-হোয়াইট কম্বিনেশনের পোচমপল্লী পরেছিলেন সীতরমন । শাড়িতে ইক্কত প্যাটার্ন ছিল । পাড়ে ছিল সবুজ রং
২০২২ সালে নির্মলা পরেছিলেন ওড়িশার বিখ্যাত বোমকাই শাড়ি । শাড়িতে ছিল রাস্ট এবং মেরুনের মিশেল
পঞ্চম বাজেটে সীতারমন, লাল রঙের ট্র্যাডিশনাল টেম্পল বর্ডার শাড়ি পরেছিলেন
২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেট পেশ করেন নির্মলা সীতারমন । নির্মলা পরেছিলেন নীলের উপর সাদা সুতোর কাজ করা কাঁথা স্টিচের শাড়ি